AdmissionsNational UniversityRelease Slipজাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিরিলিজ স্লিপ

জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ রেজাল্ট ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ রেজাল্ট ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ রেজাল্ট ২০২১ | জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
অনার্স ১ম বর্ষ ২০২০-২০২১ ভর্তি
কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের রেজাল্ট (Honours 2nd Release Slip Result) প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, কবে ২য় রিলিজ স্লিপের রেজাল্ট দিবে,
কিভাবে রিলিজ স্লিপের রেজাল্ট দেখতে হয়,
রিলিজ স্লিপে ভর্তি হতে কত টাকা লাগবে, রিলিজ স্লিপে চূড়ান্ত ভর্তির লাস্ট
ডেট, রিলিজ স্লিপে কলেজ নিশ্চায়নের লাস্ট ডেট ইত্যাদি ব্যাপারে জানার চেষ্টা
করবো।

Contents

জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ রেজাল্ট ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের, অনার্স ২য় বর্ষ স্নাতক (সম্মান)
ভর্তি কার্যক্রমে
২য় রিলিজ স্লিপের
মেধা তালিকা (Honours 2nd Release Slip Result) প্রকাশ ও কলেজ কর্তৃক
চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

২য় রিলিজ স্লিপের রেজাল্ট কবে দিবে

২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে
২য় রিলিজ স্লিপের রেজাল্ট ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা
হবে।

একনজরে ২য় রিলিজ স্লিপ ২০২১

  • 2nd release slip result date: 9 December, 2021
  • ভর্তি ফরম পূরণ: 9 December, 2021 – 21 December,
    2021
  • ২য় রিলিজ স্লিপ রেজিস্ট্রেশন ফি: 485 TK
  • ফি জমা দেওয়ার সময়সীমা: 11 December, 2021 – 22
    December, 2021
  • ভর্তি বিষয়ক ওয়েবসাইট:
    www.nu.ac.bd/admissions

২য় রিলিজ স্লিপ নোটিশ

২য় রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশটি ভালোভাবে পড়ুন। উল্লেখ্য, এখানে ৩ ও ৪ নম্বর
পয়েন্ট কলেজ কর্তৃক পূরণীয়। তাই, শিক্ষার্থীদের এ ব্যাপারে না ভাবলেও চলবে।

2nd Release Slip Notice 2021

২য় রিলিজ স্লিপ নোটিশ ডাউনলোড



কিভাবে ২য় রিলিজ স্লিপ রেজাল্ট দেখবেন

ফলাফল পেতে
NU<space>ATHN<space>Roll No টাইপ করে
16222 নম্বরে Send করতে হবে। এছাড়াও অনলাইনে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা
থেকে রেজাল্ট দেখতে পারবেন।

কীভাবে অনার্স ২য় রিলিজ স্লিপের রেজাল্ট চেক করবেন? নিচে থাকা ১ মিনিটের ছোট্ট ভিডিওটি দেখুন। আপনি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে
উপকৃত হলে অনুগ্রহ পূর্বক
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন


১ম ও ২য় রিলিজ স্লিপের রেজাল্ট দেখার পদ্ধতি হুবুহু এক।

SMS এর মাধ্যমে ২য় রিলিজ স্লিপ রেজাল্ট

অনার্স ২য় রিলিজ স্লিপ রেজাল্ট SMS এর মাধ্যমে পেতে, আপনার
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

NU<space>ATHN<space>Roll No এরপর
16222 নাম্বারে Send করুন।

 Example: NU ATHN 123456 and Send to 16222.

ফিরতি ম্যাসেজের মাধ্যমে, আপনাকে 2nd release slip result জানিয়ে
দেওয়া হবে।


অনলাইনে ২য় রিলিজ স্লিপ রেজাল্ট – www.nu.ac.bd/admissions

National University -তে প্রাথমিক আবেদনের পর,
১ম ও ২য় মেরিট লিস্টের রেজাল্ট
যেভাবে চেক করেছিলেন, এবারও সেভাবেই রেজাল্ট চেক করতে পারবেন। 2nd Release Slip
Result 2021 Online – এর মাধ্যমে পেতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি
বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ভিজিট করতে হবে। এরপর
Honours Tab -এর নিচে থাকা Applicant’s Login এ ক্লিক করে, আপনার
ভর্তি রোল আর পিন দিয়ে লগিন করলেই অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন।

নোটিশ মোতাবেক, ৯ই ডিসেম্বর ২০২১ রাত ৯টা থেকে অনলাইনে ২য় রিলিজ স্লিপের রেজাল্ট
পাওয়া যাবে।

  • অনলাইনে ফলাফল পেতে
    নিম্নোক্ত লিঙ্কে
    http://www.nu.ac.bd/admissions
    বা
    http://app1.nu.edu.bd/
    ভিজিট করতে হবে।
  • এরপর উক্ত ওয়েবসাইটের ডানপাশে
    Applicant Login
    অপশন দেখতে পারবেন।
  • এরপর
    Applicant Login
    -এ গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে লগইন করলেই অনার্স ভর্তির ২য় মেধা
    তালিকার রেজাল্ট পেয়ে যাবেন।

Roll & PIN: আপনার প্রাথমিক আবেদন ফরমে Admission Roll এবং PIN
দেওয়া আছে।



২য় রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া

পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল

২য় রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কোন
শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২০ ডিসেম্বর ২০২১ তারিখের
মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ
করতে হবে। নইলে দুইটি ভর্তিই বাতিল বলে গণ্য হবে।

নতুন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

চূড়ান্ত ভর্তি ফরম পূরণ

২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই
অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
০৯/১২/২০২১ থেকে ২১/১২/২০২১ তারিখের মধ্যে আপনাকে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ
করে, আপনার ভর্তি নিশ্চায়ন করতে হবে।

কীভাবে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করবেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) অনার্স ট্যাবের
Applicant’s Login অপশনে গিয়ে ভর্তি রোল নম্বর ও পিন দিয়ে লগিন
করলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার অপশন পাবেন। ফরমটি পূরণ করে প্রিন্ট করে
নিবেন। এটা কলেজে জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা জমা দিতে হবে

৪৮৫ টাকা জমা না দিলে আপনার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে।

২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীকে, রেজিস্ট্রেশন ফি বাবদ
৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজ(যে কলেজে চান্স পেয়েছেন) কর্তৃক নির্ধারিত মোবাইল
ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে। ১১/১২/২০২১ থেকে ২২/১২/২০২১ তারিখ
পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

কলেজে কীভাবে টাকা জমা দিবেন? এ জন্য আপনি যে কলেজে চান্স পেয়েছেন, সেই
কলেজের নোটিশ দেখুন। তারা যদি মোবাইলে দিতে বলে তাহলে মোবাইলে দিবেন, আর যদি
সরাসরি দিতে বলে, তাহলে সরাসরি কলেজে গিয়ে জমা দিবেন।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

১১/১২/২০২১ থেকে ২২/১২/২০২১ তারিখ পর্যন্ত অনার্সে ভর্তির জন্য কলেজে প্রয়োজনীয়
কাগজপত্র জমা দেওয়া যাবে।

২য় রিলিজ স্লিপের মেধা থেকে তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে
প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র] জমা দিতে
হবে।

অনার্স রিলিজ স্লিপে ভর্তি হতে কি কি কাগজ প্রয়োজন

রিলিজ স্লিপে ভর্তি হতে যেসব কাগজের প্রয়োজন হতে পারে, সেসব নিচে উল্লেখ করা
হলো। অনার্স ভর্তির ক্ষেত্রে কত টাকা প্রয়োজন এবং কি কি কাগজপত্র দরকার এসব
তথ্য কলেজভেদে ভিন্ন হয়ে থাকে। এসব জানার জন্য, আপনাকে কলেজের নোটিশ বোর্ড অথবা
কলেজের ওয়েবসাইট চেক করতে হবে।

কি কি কাগজ প্রয়োজন তা অবশ্যই আপনি আগে থেকে আপনার কলেজে গিয়ে নিশ্চিত হয়ে
নিবেন।

  • প্রাথমিক আবেদন ফরম (মূল কপি+ফটোকপি)
  • চূড়ান্ত ভর্তি ফরম (Admission Form) (মূল কপি+ফটোকপি)
  • SSC আর HSC মার্কশীট (মূল কপি+ফটোকপি)
  • SSC আর HSC প্রশংসাপত্রের ফটোকপি।
  • SSC আর HSC রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ডের ফটোকপি।
  • কোটায় আবেদন করলে তার সত্যায়িত প্রমাণপত্র (সত্যায়িত রঙ্গিন কপি/ফটোকপি)
  • উপরের সকল কাগজের ৩/৪ সেট ফটোকপি।

Tips:
HSC এর মার্কশীট ৪ বছরের জন্য রেখে দিতে পারে। তাই ২০/৩০টা ফটোকপি অথবা স্ক্যান
করে নিজের কাছে রেখে দিবেন। পড়ালেখার পাশাপাশি চাকরী করতে চাইলে তখন কাজে
লাগবে।


সংক্ষেপে ২য় রিলিজ স্লিপ কার্যক্রম

উপরের নোটিশ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে:

  • অনার্স ২য় রিলিজ স্লিপের ফলাফল (Honours 2nd Release Slip Result) SMS
    এর মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • উল্লেখ্য যে, অনার্স ২য় রিলিজ স্লিপের(2nd Release Slip) মেধা তালিকায়
    স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে
    তাকে অবশ্যই
    ২০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল
    করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

  • এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের
    বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না

  • আবেদনকারীকে ০৯/১২/২০২১ থেকে ২১/১২/২০২১ তারিখের মধ্যে জাতীয়
    বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন লগিন করে
    চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

  • চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার সময়সীমা:
    ০৯/১২/২০২১ থেকে ২১/১২/২০২১ তারিখ।

  • ২য় রিলিজ স্লিপে মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীকে
    রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক
    নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে।

  • ৪৮৫ টাকা জমা দেয়ার সময়সীমা:
    ১১/১২/২০২১ থেকে ২২/১২/২০২১ তারিখ পর্যন্ত।

২য় রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়

  1. ০৯/১২/২০২১ থেকে ২১/১২/২০২১ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত আবেদন
    ফরম(Admission Form) পূরণ হবে।

  2. রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা, আপনার কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং
    এর মাধ্যমে ১১/১২/২০২১ থেকে ২২/১২/২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।

  3. ভর্তি ফরম ও ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র ০৯/১২/২০২১ থেকে ২১/১২/২০২১ তারিখের
    মধ্যে কলেজে জমা দিতে হবে।

  4. দ্বৈত ভর্তি গ্রহণযোগ্য নয়; পূর্বে ভর্তি থাকলে ২০ই ডিসেম্বর ২০২১ তারিখের
    মধ্যে অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

  5. রিলিজ স্লিপে বিষয় পরিবর্তন করার কোন সুযোগ নাই।

NU Honours Release Slip Result Keywords

২য় রিলিজ স্লিপ রেজাল্ট

২য় রিলিজ স্লিপ রেজাল্ট |
2nd release slip result |
2nd release slip application |
2nd release slip result date 2021 |
honours 2nd release slip 2021 |
nu 2nd release slip apply |
national university 2nd release slip |
honours 2nd year release slip 2021 |
2nd release slip date 2021 |
2nd release slip 2021.

2nd release slip result

2nd release slip result |
2nd release slip result 2021 |
2nd release slip result date |
2nd release slip result date 2021 |
2nd release slip result date 2021 |
2nd release slip result 2021 |
2nd release slip application.

Related Articles

Back to top button

Contents

Index