Teletalk Bornomalaটেলিটক বর্ণমালাবর্ণমালামুজিববর্ষ
মুজিববর্ষে স্পেশাল ডাটা অফারসহ ফ্রি টেলিটক সিম
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের টেলিকম পার্টনার টেলিটক-এর পক্ষ থেকে প্রত্যেকে
পাচ্ছেন স্পেশাল ডাটা অফারসহ ফ্রি সিম! এতে সিম অ্যাক্টিভ করার পর ৫ জিবি এবং
পর্যায়ক্রমে প্রতি মাসে ২ জিবি করে ১২ মাসে ২৪ জিবিসহ সর্বমোট ২৯ জিবি ডাটা
সুবিধা থাকছে।
বঙ্গবন্ধু কুইজ ফ্রি টেলিটক সিম
মুজিববর্ষে স্পেশাল ডাটা অফারসহ ফ্রি টেলিটক সিম
প্রিয় অ্যাপ এবং নিবন্ধন করা মোবাইলে মেসেজের মাধ্যমে OTP পাঠানো হবে, যা দিয়ে সিম উত্তোলন করা যাবে।
- প্যাকেজ নাম: বর্ণমালা (সিম ফ্রি)
- সিম উত্তোলনের শেষ সময় ৩রা সেপ্টেম্বর ২০২১
- সিম উত্তোলনের স্থান: নিকটস্থ যেকোনো টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র
বঙ্গবন্ধু কুইজ ফ্রি টেলিটক সিম ভিডিও টিউটোরিয়াল
আপনি এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হলে অনুগ্রহ পূর্বক
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
গ্রাহকের সুবিধার্থে স্পেশাল অফার সংক্রান্ত বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:
- ১। সিম অ্যাক্টিভ করার পর প্রথম ৫০ টাকা রিচার্জে রয়েছে ফ্রি ৫ জিবি ডাটা, ৫০
মিনিট টকটাইম এবং ৫০টি এসএমএস। এছাড়া প্রতিমাসে ২০ টাকা রিচার্জে ২ জিবি করে ১২
মাসে মোট ২৪ জিবিসহ সর্বমোট ২৯ জিবি ইন্টারনেট একদম ফ্রি! - ২। প্রতি মাসে ২০ টাকা রিচার্জে ২ জিবি ডাটার মেয়াদ থাকবে ৭ দিন। একই মাসে
গ্রাহক পুনরায় ২০ টাকা রিচার্জ করলে ডাটা যোগ হবে না, শুধু ব্যালেন্সে যোগ হবে। - ৩। রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে, যা টেলিটক-এর যেকোনো
সার্ভিস ক্রয়ে ব্যবহার করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য: স্পেশাল ডাটা অফারের পাশাপাশি বর্ণমালা সিমের অন্যান্য অফারও
বহাল থাকবে।
ফ্রি টেলিটক সিম উত্তোলনের পরামর্শ
-
মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে।
- টেলিটক বর্ণমালা প্যাকেজে নাম্বার চয়েস করার অপশন নেই।
- সরকারি ছুটির দিন বাদে, অনুগ্রহ করে OTP পাওয়ার পর,
৩রা সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে সিমটি সংগ্রহ করবেন। সিম উত্তোলনের সময় সাথে
আপনার জাতীয় পরিচয় পত্র, ২কপি পাসপোর্ট সাইজ ছবি, ID: XXXXXXXX এবং OTP:
XXXXXX
নিয়ে আসবেন। অর্থাৎ, ম্যাসেজটি সংরক্ষণ করবেন। - জাতীয় পরিচয় পত্র নেই? যদি আপনি ভোটার নিবন্ধনের জন্য ছবি তুলে থাকেন,
তবে অনলাইন কপি উত্তোলনের মাধ্যমে অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের
মাধ্যমে সিমটি তুলতে পারবেন। সেক্ষেত্রে তার জাতীয় পরিচয় পত্র এবং
২কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। - আমার জানামতে, বর্তমানে
জাতীয় পরিচয়পত্র এবং ছবির প্রয়োজন হয় না। কেননা! এখন
বায়োমেট্রিক পদ্ধতিতে
সিম রেজিস্ট্রেশন করা হয়। তবুও সাথে রাখতে হবে। আমার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়েছিলো। - ভাবতে পারেন নেটওয়ার্কই পাওয়া যায় না। এই সিম নিয়ে কি করবো? আমি বলবো,
যদি ততটা ভরসা না পান তবে সেকেন্ডারি সিম হিসেবে টেলিটক দুর্দান্ত। আমরা
ব্যবহার করতে থাকলে গ্রাহকসেবা বাড়াতে আগ্রহী হবে টেলিটক। - টেলিটক ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন।