ইসলামরমজানরোজারোজা ভঙ্গের কারণ

রোজা ভঙ্গের কারণ সমূহ

রোজা ভাঙার কারণ কি কি, রোজা ভঙ্গের কারণ মিজানুর রহমান আজহারী, রোজা ভাঙার কারণ কয়টি, রোজা ভাঙ্গার কারণ, রোজা ভঙ্গের কারণ সমূহ কি কি, রোজা ভঙ্গের কারণ কি কি, রোজা ভাঙার কারণ কি কি, রোজা ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গার দোয়া, রোজা ভঙ্গের কারণ সমূহ কি কি, রোজা ভাঙ্গার নিয়ত, রোজা ভাঙার কারণ, রোজা ভঙ্গের কারণ কি কি, রোজা ভাঙার নিয়ত, রোজা ভাঙার কারণ কয়টি, রোজা ভাঙ্গার কারণ, রোজা ভঙ্গের দোয়া, রোজা ভঙ্গের কারণ মিজানুর রহমান আজহারী, রোজা ভঙ্গের কাফফারা, রোজা ভাঙার দোয়া।, রোজা ভঙ্গের কারণ সমূহ - roja vonger karon

রোজা ভঙ্গের কারণ সমূহ। রোজার শুদ্ধতা ও যথার্থতার জন্য কিছু বিধি-বিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরূহ হয়। এই আর্টিকেলে আমরা সংক্ষেপে রোযা ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করবো।

রোজা ভঙ্গ হওয়ার কারণ সমূহ

  • রোযা স্মরণ থাকা অবস্থায় কোন কিছু খাওয়া বা পান করা অথবা স্ত্রী সহবাস করা। এতে কাযা ও কাফফারা (একাধারে দুই মাস রোযা রাখা) ওয়াজিব হয়।
  • নাকে বা কানে তেল বা ঔষধ প্রবেশ করানো।
  • নস্য ব্য হাঁপানীর জন্য ইনহেলার গ্রহণ করা।
  • ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা।
  • বমি আসার পর তা গিলে ফেলা।
  • কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া।
  • দাঁতে আটকে থাকা ছোলা বা তার চেয়ে বড় ধরনের খাদ্যকণা গিলে ফেলা।
  • মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর জাহাত হওয়া।
  • ধূমপান করা।
  • ইচ্ছাকৃতভাবে আগরবাতি কিংবা অন্য কোন সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গলধকরণ করা বা নাকের ভিতরে টেনে নেয়া।
  • রাত মনে করে সুবহে সাদিকের পর খাওয়া বা পান করা।
  • সূর্যাস্তের পূর্বে সূর্য অস্তমিত হয়েছে ভেবে ইফতার করা।

এগুলোতে শুধু কাযা ওয়াজিব হয়, কাফ্ফারা ওয়াজিব হয় না। কিন্তু রোযা ভেঙ্গে যাওয়ার পর দিনের অবশিষ্ট সময় রোযাদারের ন্যায় পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।



Roja Vonger Karon

▬ 🔎 KeyWords ▬▬▬▬▬▬▬▬▬▬

রোজা ভাঙার কারণ কি কি, রোজা ভঙ্গের কারণ মিজানুর রহমান আজহারী, রোজা ভাঙার কারণ কয়টি, রোজা ভাঙ্গার কারণ, রোজা ভঙ্গের কারণ সমূহ কি কি, রোজা ভঙ্গের কারণ কি কি, রোজা ভাঙার কারণ কি কি, রোজা ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গার দোয়া, রোজা ভঙ্গের কারণ সমূহ কি কি, রোজা ভাঙ্গার নিয়ত, রোজা ভাঙার কারণ, রোজা ভঙ্গের কারণ কি কি, রোজা ভাঙার নিয়ত, রোজা ভাঙার কারণ কয়টি, রোজা ভাঙ্গার কারণ, রোজা ভঙ্গের দোয়া, রোজা ভঙ্গের কারণ মিজানুর রহমান আজহারী, রোজা ভঙ্গের কাফফারা, রোজা ভাঙার দোয়া।

Related Articles

Back to top button
Index