পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
যেকোনো সময় আপনার দুবাই ভিসা চেক করতে চাইলে এই পোস্ট দেখুন। এই পোস্টে, ফাইল নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম দেখানো হয়েছে।
Dubai Visa Check: যেকোনো সময় আপনার দুবাই ভিসা চেক করতে চাইলে আমাদের পোস্ট দেখুন। এই পোস্টে, ফাইল নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার বিভিন্ন নিয়ম দেখানো হয়েছে। UAE Visa Status Check করতে কোথাও যাওয়াটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। তাই, আপনি চাইলে ঘরে বসেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা চেক করতে পারবেন।
বিদেশ গমনের পূর্বে ভিসা সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা থেকে রক্ষা পেতে ভিসা স্ট্যাটাস চেক করা খুবই গুরুত্বপূর্ণ। ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসার বর্তমান অবস্থা ও ধরণ সহজেই জেনে নিতে পারবেন। এই পোস্টে আমরা দেখাবো, কিভাবে ফাইল নম্বর ও পাসপোর্ট দিয়ে দুবাই ভিসা চেক করবেন।
Dubai Visa Check
আপনি কি দুবাই (সংযুক্ত আরব আমিরাতের) ভিসার জন্য আবেদন করেছেন? কিভাবে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা স্ট্যাটাস চেক করবেন, সেই বিষয়টি জানতে চান?
নিজে নিজে ভিসা স্ট্যাটাস সম্পর্কে সঠিক তথ্য বের করতে পারলে ভিসা নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিসা চেক করার মাধ্যমে, আপনি জানতে পারবেন আপনার দুবাই ভিসার কত দিন মেয়াদ আছে এবং ভিসা বৈধ কিনা। চলুন, দুবাই ভিসা চেক করার নিয়ম জেনে নেই।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- ভিসা চেক করার জন্য, যেকোনো ব্রাউজারে ICP Smart Services লিখে সার্চ করুন।
- এরপরে, https://smartservices.icp.gov.ae/ ওয়েবসাইটে ভিজিট করুন।
- এবার, Main Menu থেকে Public Services অপশনে ক্লিক করুন।
- তারপর দুবাই ভিসা চেক করতে File Validity অপশনে ক্লিক করুন।
- সবশেষে, আপনার ফাইল নাম্বার কিংবা পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করুন।
বিদেশ যাওয়ার আগে অবশ্যই ভিসা আসল না নকল এবং ভিসার মেয়াদ আছে কিনা তা যাচাই করে নিবেন। পাসপোর্ট নম্বর দিয়ে দুবাই ভিসার স্ট্যাটাস যাচাই করার বিস্তারিত নিয়ম নিচে উল্লেখ করা হলো।
পাসপোর্ট দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য ভিজিট করুন- ICP Smart Services (https://smartservices.icp.gov.ae) ওয়েবসাইটে। উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পর Public Services মেন্যুর নিচের দিক থেকে File Validity অপশনে ক্লিক করুন। Passport No, Passport Expiry date ও Nationality বাছাই করে সার্চ করে আপনার দুবাই ভিসার তথ্য জানতে পারবেন।
আপনার সুবিধার্থে আমরা ডাইরেক্ট লিংক দিচ্ছি, এখানে ক্লিক করে আপনি সরাসরি ফাইল নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity
এবার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ছবিসহ দেখানো হলো। আপনার দুবাই ভিসার ধরণ (দুবাই ওয়ার্ক ভিসা বা দুবাই ভিজিট ভিসা) যেমনই হোক না কেনো তা চেক করার নিয়ম জানতে নিচের ধাপগুলো ফলো করুন।
দুবাই ভিসা চেক করার নিয়ম
ভিজিট করুন- ICP Smart Services। তাছাড়া গুগলে ICP Smart Services লিখে সার্চ করলেও ওয়েবসাইটের লিংক পাবেন। এখান থেকে Public Services মেন্যুতে ক্লিক করুন।
পেইজের নিচের দিক থেকে File Validity অপশনে যান।
এরপর, নিচের মত একটি পেইজ আসবে। এখানে Search By অপশনে Passport Information সিলেক্ট করুন এবং Type অপশনে Visa সিলেক্ট করুন।
তারপর Passport No, Passport Expire Date ও আপনার Nationality সিলেক্ট করুন।
I’m not a robot এর পাশের টিক বক্সে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন। সবশেষে নিচের Search বাটনে ক্লিক করে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
আপনার প্রদত্ত সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সার্চ বাটনের নিচে দুবাই ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন যেমন, ভিসা নাম্বার, ভিসার মেয়াদ, এবং ভিসাটি চালু আছে কিনা ইত্যাদি।
বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনার ভিসা আসল কিনা, ভিসার ধরণ, ভিসার মেয়াদ সবকিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়, এজন্য পাসপোর্টের নম্বর, মেয়াদ, ন্যাশনালিটি ইত্যাদি তথ্যের প্রয়োজন হয়।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য ভিজিট করুন- ICP Smart Services (https://smartservices.icp.gov.ae) ওয়েবসাইটে। উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পর Public Services মেন্যুর নিচের দিক থেকে File Validity অপশনে ক্লিক করুন। Passport No, Passport Expiry date ও Nationality বাছাই করে সার্চ করে আপনার দুবাই ভিসার তথ্য জানতে পারবেন।
Dubai Visa Check by Passport Number
উপরে দেখানো পদ্ধতিতে আপনি ভিসা চেক করতে পারবেন। ভিসা চেকের জন্য আলাদা কোন নিয়ম নেই। বিভিন্ন দেশের ভিসা যাচাইয়ের ধরণ আলাদা আলাদা হয়ে থাকে। তাই বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম নিয়ে নিচের লেখা পোস্টটি দেখুন। ভাল থাকুন সুস্থ থাকুন।