Enrolment in Process বলতে কি বুঝায়?
Enrolment in Process মানে কি? পাসপোর্ট আবেদন করার পর, পাসপোর্ট অফিসে আবেদন জমা ও বায়োমেট্রিক তথ্য দেয়ার পর ই-পাসপোর্ট স্টাটাস চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আবেদনটি Enrolment in Process অবস্থায় রয়েছে।
অনেকে এই লেখাটার মানে কি ঠিক বুঝতে পারেন না, enrolment in process মানে কি? এ সম্পর্কে জানতে চান। সেই সাথে অনেকে এই লেখাটা দীর্ঘদিন ধরে দেখতে পান, তখন মনে সন্দেহ জাগে, enrolment in process এতদিন থেকে কেনো? দীর্ঘদিন enrolment in process লেখাটি থাকলে কোনো সমস্যা কি হয়? আমরা এই নিবন্ধে জানবো enrolment in process মানে কি? এবং এটি কি কোনো সমস্যা নাকি অন্য কিছু নাকি এটি কোনো এক সময় সমস্যার কারণ হয়ে দারায়, এইসব নিয়েই আজকে আমাদের এই নিবন্ধ।
enrolment in process মানে কি
enrolment in process হলো পাসপোর্ট আবেদনের একদম প্রাথমিক ধাপ। বায়োমেট্রিক নেয়ার পর আবেদনটি তালিকাভুক্তির প্রক্রিয়াধীন হয়ে থাকে। অর্থাৎ আপনার পাসপোর্ট আবেদন এই মুহুর্তে লোকাল অফিসে যাচাই-বাচাই প্রক্রিয়ায় রয়েছে। বায়োমেট্রিক দেয়ার পর এই লেখাটি দেখায়। কারণ আপনার আবেদনটি এখন লোকাল পাসপোর্ট অফিসে enrolment in process এর মধ্যে রয়েছে। এই প্রক্রিয়াটি ২-৩দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। এই কাজটি করা হয় ম্যানুয়ালি। তাই একটু সময় লাগে। তবে এর বেশি সময় লাগলে এটি সমস্যার কারণ হিসেবে চিহ্নিত হতে পারে।
enrolment in process স্টাটাস কতদিন থাকে?
enrolment in process স্টাটাস সাধারণত ২-৩ দিন ধরে থাকতে পারে। তবে অনেকক্ষেত্রে ৫দিন ও সময় লাগতে পারে। এরপরেই পরবর্তী ধাপে চলে যায়।
enrolment in process মানে কি সমস্যা?
enrolment in process এটা কোনো সমস্যা না। এটা হলো পাসপোর্ট প্রক্রিয়াকরণের একটা ধাপ। এই প্রক্রিয়াটি থাকে ২/৩ দিন। তবে যদি অধিক সময় ধরে enrolment in process দেখায়, সেক্ষেত্রে এটা একটা সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে দ্রুত আঞ্চলিক লোকাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন যেখানে বায়োমেট্রিক দিয়েছেন।
enrolment in process দীর্ঘদিন ধরে থাকলে প্রথমেই আপনার দেয়া তথ্যগুলো মিলিয়ে নিন। খুঁজে দেখুন কোথাও ভুল আছে কি না। ভুল থাকলে দ্রুত চলে যান আঞ্চলিক পাসপোর্ট অফিসে।
enrolment in process সমস্যার সমাধান
বায়োমেট্রিক নেয়ার ১ সপ্তাহ অপেক্ষা করুন। দেখুন enrolment in process তখনও আছে কি না। যদি দেখেন এই স্ট্যাটাসটি পরিবর্তন হচ্ছেনা, তবে বুঝে নিবেন কোনো সমস্যা হয়েছে।
এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত যখন আপনি কোনো তথ্য ভুল দেন বা ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার দেয়া তথ্যগুলো মিলিয়ে নিন। খুঁজুন কোথায় ভুল রয়েছে।
যদি কোনো জায়গায় ভুল পেয়ে থাকেন, তবে বুঝে নিবেন সেই ভুলের জন্য হয়তো আপনার পাসপোর্ট আবেদন enrolment in process থেকে পরের ধাপে যাচ্ছেনা।
এক্ষেত্রে দ্রুত পাসপোর্ট অফিসে যান। গিয়ে সেখানকার কর্মকর্তাদের বলুন, আপনার পাসপোর্ট আবেদন বায়োমেট্রিক নেয়ার পর ১ সপ্তাহ ধরে enrolment in process প্রসেস দেখাচ্ছে। অবশ্যই সাথে ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন। তারা আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে বারকোড স্ক্যান করে দেখবে। তারপর ওরাই আপনাকে জানাবে কোনো সমস্যা হয়েছে কিনা।
যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের থেকে নির্দেশনা নিন, তারা যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী কাজ করলেই ঠিক হয়ে যাবে।
যদি কোনো সমস্যা না থেকে থাকে, তবে তারা আপনাকে আরেকটি রুমে পাঠাবে, সেখানে যান। গিয়ে তাদের বলুন আপনার পাসপোর্ট আবেদনটি এখনও enrolment in process প্রসেস দেখাচ্ছে। তারা আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে স্ক্যান করবেন। দেখবেন কোনো সমস্যা আছে কি না। না থাকলে তারা আপনার আবেদনের ফাইলটা বের করে সাথে সাথে enrolment in process থেকে পরের ধাপ Pending SB Police Clearance এ পাঠায় দিবে।
এভাবেই এই সমস্যাটির সমাধান মুহুর্তেই হয়ে যায়। পাসপোর্ট অফিসে এই সমস্যার সমাধান ২ মিনিটেই করা যায় – তবে যদি কোনো তথ্যগত ভুল না থাকে। তথ্যগত ভুল থাকলে কিঞ্চিৎ সময় লাগতে পারে।
পরিশিষ্ঠ
এই নিবন্ধে enrolment in process মানে কী এবং enrolment in process সমস্যার সমাধান কীভাবে করতে হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আপনার কোনো ই পাসপোর্ট সংক্রান্ত প্রশ্ন কিংবা জানার থাকলে লিখুন কমেন্ট বক্সে।আপনার কমেন্টটির রিপ্লাই দেয়া হবে দ্রুত।
Enrolment in Process বলতে কি বুঝায়?
Enrolment in Process বলতে হলো আপনার পাসপোর্ট আবেদনটি তালিকাভুক্তির প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থাৎ আপনার আবেদনের সকল ডকুমেন্ট স্ক্যান করে সার্ভারে আপলোড করার কাজ চলছে। এই প্রক্রিয়াটি সাধারণত ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। এরপর আপনার আবেদনটি পরবর্তী ধাপে যাবে।
এই সময়ে আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে আপনি এই লেখাটি দেখতে পাবেন। এটা কোনো সমস্যা নয়, এটা হলো পাসপোর্ট প্রক্রিয়াকরণের একটা ধাপ। তবে যদি এই লেখাটি ৭ দিনের বেশি সময় ধরে থাকে, তাহলে আপনার আবেদনে কোনো সমস্যা হয়েছে বলে ধরা যায়। সেক্ষেত্রে আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।
What is Enrolment in Process?
Enrolment in Process is a status for Bangladesh passport applications that means that the application has been received and is being processed. This includes verifying the applicant’s documents, conducting a police background check, and capturing their biometric data.
Once the enrolment process is complete, the applicant’s passport will be printed and issued. The applicant will be notified of the status of their application via SMS and email.
The time it takes for an application to be processed varies depending on the workload of the passport office and the complexity of the application. However, applicants can expect to receive their passport within 4-6 weeks of submitting their application.
Applicants can check the status of their application online at the Bangladesh e-Passport Online Portal. To do this, they will need to enter their application number and date of birth.
If the status of an application has not changed for several weeks, applicants can contact the passport office by phone or email for assistance.