Passport

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম (2024)

ঘরে বসে ই-পাসপোর্ট চেক করতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যে কেউই ই-পাসপোর্ট চেক করতে পারবে। পুরাতন পাসপোর্ট রিনিউ বা নতুন ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে হলে Online E Passport check করতে হয়। ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি।

পাসপোর্ট স্ট্যাটাস চেক

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি। দুটি তথ্যের যেকোনো একটি এবং জন্ম তারিখ ব্যবহার করে খুব সহজে ই পাসপোর্ট চেকিং করা যায়।


ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম

মূলত দুই ভাবে ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। চলুন দেখে নেই, কীভাবে SMS কিংবা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। এই পোস্ট পড়া শেষে, ই-পাসপোর্ট আবেদনের কোন স্ট্যাটাসের মানে কি? তা দেখে নিতে পারেন।

প্রথম পদ্ধতি

এর জন্য প্রথমে ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করতে হবে। এরপর আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করলেই আপনি আপনার ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

epassport.gov.bd

এভাবে লগিন করার পর, আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পারবেন।

ePassport applications status

দ্বিতীয় পদ্ধতি

দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে, ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করে মেন্যু থেকে ‘CHECK STATUS” ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Online Registration ID (OID) অথবা Application ID ও জন্ম তারিখ দিয়ে ই-পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

epassport status check: পাসপোর্ট স্ট্যাটাস চেক

SMS এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক

পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইলের মাধ্যমে আপডেট জানানো হয়ে থাকে। তবুও, SMS এর মাধ্যমে ই-পাসপোর্ট চেক করার জন্য প্রয়োজন হবে Application ID যা আপনি ডেলিভারি স্লিপের উপরে পাবেন। মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন, START EPP Application ID এবং Send করুন 16445 এই নম্বরে। ফিরতি মেসেজে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে।

Example: START EPP 4000-100000000 and sent it to 16445.

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP Application ID Number, এবং এটি লিখে পাঠাতে হবে 16445 নম্বরে। ফিরতে এসএমএস এ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার ই-পাসপোর্ট সম্বলিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

epassport status check sending sms

এই পদ্ধতি অবলম্বন করে, আপনার পাসপোর্টের আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা চেক করতে পারবেন। পাসপোর্ট রেডি হয়ে গেলে তার আপডেট স্ট্যাটাস এখান থেকেই জানতে পারবেন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে হলে passport check ফর্মে আপনার ডেলিভারি স্লিপে থাকা স্লিপ নম্বর এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে, তাহলে পাসপোর্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। আপনার ডেলিভারি স্লিপটি কেমন হবে তা উপরে ছবিতে দেওয়া রয়েছে, ডেলিভারি স্লিপ দিয়ে খুব সহজেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।


ই-পাসপোর্ট সম্পর্কিত আরও পড়ুন:

  • ই-পাসপোর্ট আবেদন করার পদ্ধতি
  • পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
  • ই পাসপোর্ট করতে কি কি লাগে?
  • পাসপোর্ট করতে কত টাকা লাগে?
  • ই পাসপোর্ট ফি?
  • পাসপোর্ট হারানো গেলে করণীয়
  • হারানো পাসপোর্টের জিডি করার নিয়ম

ePassport Check Online

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://www.epassport.gov.bd/authorization/application-status ওয়েবসাইটে। এরপরে, পাসপোর্ট Application ID অথবা Online Registration ID (OID) এবং জন্মতারিখ ফিলাপ করে “Check” বাটনে ক্লিক করে ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

সঠিক তথ্য এবং I am human ভেরিফিকেশন করে Check Status বাটনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান আবস্থা সম্পর্কে জানতে পারবেন। ই পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট আবেদনে কোন সমস্যা হয়েছি কিনা যদি হয়ে থাকে সেটি কি তা বলা হয়ে থাকে। তা ছাড়া আনুমদন হয়ে গেলেও তা স্ট্যাটাস এ দেখাবে।

ই পাসপোর্ট চেক করতে যা যা প্রয়োজন

ইন্টারনেট সংযোগ ও আপনার হাতে থাকা স্মার্টফোন / কম্পিউটার ব্যাবহার করে খুব সহজে ই পাসপোর্ট চেক করা সম্ভব। পাসপোর্টের অবস্থা জানার জন্য যে সকল তথ্যের প্রয়োজন তা হলো-

  • Application ID
  • Online Registration ID (OID)
  • জন্মতারিখ

Application ID অথবা Online Registration ID (OID) এর যে কোন একটি এবং Date of Birth ব্যাবহার করে অনলাইনে ই পাসপোর্ট চেক করা যায়।

পাসপোর্ট আবেদনের Application ID

অনলাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন করার শেষের দিকে আবেদনের সামারিতে Application ID উল্লেখ করা থাকে। আপনার কাছে থাকা পাসপোর্ট আবেদন সামারি থেকেও এই পাসপোট অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যেবেন।

Online Registration ID (OID)

প্রতিটি ই পাসপোর্ট আবেদন এর একটি ইউনিক আইডি থাকে এই আবেদন আইডিকে Online Registration ID বা OID বলে। আবেদনের সারাংশ লিপিতে এবং বারকোড (BarCode) আকারে Online Registration ID দেয়া থাকে।

ই পাসপোর্ট পোর্টালে লগইন করার পরেও আপনি আপনার আবেদনের OID খুজে পাবেন। উপরের ছবিটি লক্ষ্য করলে  অনলাইন রেজিস্ট্রেশন আইডি কোনটি বুঝতে পারবেন।

জন্মতারিখ

পাসপোর্ট আবেদন করার সময় আবেদন ফরম পুরনের সময় ব্যক্তির জন্মতারিখ দিতে হয়। আর ই পাসপোর্ট চেক করার ক্ষেত্রে যে জন্ম তারিখ আবেদনে দেয়া ছিলো সেটি ব্যাবহার করতে হয়।

E Passport Check Online

পাসপোর্ট আবেদনের Online Registration ID (OID) বা Application ID নিচের ইনপুট ফিল্ড এ প্রবেশ করিয়ে I am human চেক বক্স টিক দিয়ে আপনার পাসপোর্ট চেক করুন। জন্মতারিখ দিতে ভুলে গেলে চলবে না।

ই পাসপোর্ট চেকিং

আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এটি করার জন্য উপরে দেওয়া ফরম পূরণ করে Check Button চাপুন।

  • Application ID বা OID দিয়ে প্রথম ঘরটি পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি যেকোন একটি ID বেবহারের স্বাধীনতা পাবেন।
  • Select Date of Birth এর ফিল্ডে আপনি পাসপোর্ট করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি দিতে হবে।
  • Captcha Verification করার জন্য I am human চেক বক্সে ক্লিক করুন। পায় সময় এটি স্বয়ংক্রিয় ভেরিফাই হয়ে যায়।
  • ই পাসপোর্ট স্ট্যাটাস চেকিং এখন আপনি Check বাটনে চাপলে, সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে আপনার পাসপোর্টের বর্তমান অনস্থা দেখতে পাবেন।

পাসপোর্ট সম্পর্কিত আরো কিছু পোস্ট এবং এগুলোর লিংক নিচে দেয়া হলো। আশাকরি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য এখানে পাবেন।

প্রশ্নোত্তর

আমার পাসপোর্ট কিভাবে চেক করব?

বর্তমানে ই-পাসপোর্ট স্ট্যাটাস চেকিং ওয়েবসাইট epassport.gov.bd ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইজ থেকে Online Registration ID (OID) অথবা Application ID দ্বারা এ পাসপোর্ট চেক করা যায়। এবং পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানা যায়।

Online Registration ID কি?

প্রতিটি ই-পাসপোর্ট আবেদনের একটি ইউনিক আইডি থাকে। এই আবেদনের আইডিকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) বলে। এ ছাড়া আবেদনের সারাংশ লিপিতে কিংবা বারকোড (BarCode) আকারে দেয়া থাকে।

পাসপোর্ট তৈরি হয়েছে কিনা কিভাবে দেখবো?

epassport.gov.bd ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইজ থেকে Online Registration ID (OID) অথবা Application ID আর জন্ম তারিখ ইনপুট দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা চেক করা যায়।

SMS এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবো কীভাবে?

SMS এর মাধ্যমে ই-পাসপোর্ট চেক করার জন্য, মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন, START EPP Application ID এবং Send করুন 16445 এই নম্বরে। ফিরতি মেসেজে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে।

ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করে কোনো তথ্য না আসার কারন কি?

হতে পারে আপনি কোনো তথ্য ভুল দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করছেন। সঠিক তথ্য মিলিয়ে পুনরায় চেক করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index