Passport

পাসপোর্ট অথরাইজেশন লেটার (PDF Download)

পাসপোর্ট অফিস থেকে কোন কারণে নিজে পাসপোর্ট নিতে না পারলে অন্য কাউকে পাসপোর্ট নেয়ার অনুমতি দিয়ে পাসপোর্ট অথরাইজেশন লেটার দিতে হয়।

পাসপোর্ট অথরাইজেশন লেটার কি?

“Authorization letter” এর বাংলা অনুবাদ হচ্ছে, ‘অনুমতিপত্র’। এর মানে, “Passport Authorization Letter” হলো এমন একটি অনুমতিপত্র যার মাধ্যমে একজন ব্যক্তি তার পাসপোর্ট সংগ্রহ করার জন্য অন্য কাউকে অনুমতি প্রদান করে থাকে।

এই Passport Authorization Letter শুধুমাত্র তাদের জন্য প্রয়োজন, যারা কোন কারণে পাসপোর্ট অফিসে যেতে সক্ষম নয় বা কোনো কারণে নিজে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন না।

পাসপোর্ট আবেদনকারী বিভিন্ন কারণে যেমন অসুস্থ, শিশু, বয়স্ক, নারী, কর্মব্যস্ততা, কিংবা দেশে অনুপস্থিত থাকার কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে পারছেন না, তারা পাসপোর্ট অথরাইজেশন লেটারের সাহায্যে পরিবারের কোন সদস্য বা বন্ধু-বান্ধবের সাহায্যে পাসপোর্ট সংগ্রহ করে নিতে পারেন।

পাসপোর্ট অথরাইজেশন লেটার নমুনা

আসুন দেখে নিই, পাসপোর্ট অথরাইজেশন লেটারের নমুনা।

বরাবর,
উপ-পরিচালক/ সহ-পরিচালক,
আঞ্চলিক পাসপোর্ট অফিস,
[জেলার নাম]

বিষয়: পাসপোর্ট গ্রহণের অনুমতি প্রদান প্রসঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি, [আপনার নাম], [আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর], [আপনার ঠিকানা], [পাসপোট আবেদনের নম্বর] পাসপোর্টের জন্য আবেদন করেছি। আমার পাসপোর্টটি ইতোমধ্যে ডেলিভারীর জন্য প্রস্তুত হয়ে গেছে।

আমি বর্তমানে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছি। তাই, আমার পক্ষে পাসপোর্টটি নিজে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই, আমি আমার পিতা/মাতা/ভাই/বোন/স্ত্রী/স্বামী/সন্তান/অন্যান্য আত্মীয়/বন্ধু/কে আমার পক্ষে পাসপোর্ট গ্রহণের জন্য অনুমোদন দিচ্ছি।

অনুমোদিত ব্যক্তির বিবরণ নিম্নরূপ:

নাম: [প্রদত্ত ব্যক্তির নাম]
জাতীয় পরিচয়পত্র নম্বর: [প্রদত্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর]
ঠিকানা: [প্রদত্ত ব্যক্তির ঠিকানা]

আমি উপরে উল্লেখিত ব্যক্তিকে আমার পক্ষে আমার পাসপোর্টটি গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করছি।

অতএব, অনুগ্রহ করে প্রদত্ত ব্যক্তিকে আমার পাসপোর্টটি প্রদান করার জন্য আপনার মহদয়রের সদয় মর্জি হয়।

বিনীত,

[আপনার স্বাক্ষর]
[আপনার নাম]
[তারিখ]


বিশেষ দ্রষ্টব্য: যাকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অথরাইজেশন লেটার এবং ডেলিভারি স্লিপ সাথে নিয়ে যেতে হবে। যদি পাসপোর্ট আবেদনকারীর কোন পাসপোর্ট থেকে থাকে সেটাও সঙ্গে নিয়ে যাবে।

Passport Authorization Letter আঞ্চলিক পাসপোর্ট অফিসের, সহকারী পরিচালক বা AD বরাবর লিখতে হবে। পাসপোর্ট সংগ্রহ করতে গেলে অথরাইজেশন লেটারটি পাসপোর্ট ডেলিভারি কাউন্টারে জমা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index