Pending in Print Queue বলতে কি বুঝায়?
অনেকেই জানতে চান যে, Pending in Print Queue মানে কি? পাসপোর্ট আবেদনের পর পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে মূলত কয়েক ধরনের স্ট্যাটাস দেখা যায়। Pending in Print Queue – এর মধ্যে অন্যতম একটি ধাপ। অনেকে এই লেখাটার মানে কি তা জানেন না। চলুন এই স্ট্যাটাস সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াবলি জেনে নেই।
Pending in Print Queue বলতে কি বুঝায়?
Pending in Print Queue বলতে বুঝায়, আপনার ই-পাসপোর্ট আবেদনটি প্রিন্টিং এর জন্য লাইনে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছে। এই প্রক্রিয়া শেষ হলে আপনার পাসপোর্টটি কোয়ালিটি কন্ট্রোল চেক এর জন্য পাঠানো হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ থেকে ১৪ দিন সময় লাগতে পারে।
এই স্ট্যাটাস কখন আসে?
যদি আপনার ই-পাসপোর্ট এবং এমআরপি পাসপোট যেকোনো পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গেলে Pending in Print Queue দেখালে বুঝতে পারবেন যে, আপনার পুলিশ সম্পন্ন হয়েছে। সাধারণত একটি পাসপোর্ট এর আবেদন জমা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর প্রিন্ট হওয়ার আগে এই স্ট্যাটাস এসে থাকে।
Pending in Print Queue অর্থ কি ?
প্রথমে একটি শব্দগুলোর অর্থ বুঝতে হবে। Pending অর্থ হচ্ছে, অনিস্পন্ন বা সম্পন্ন হয় নি এমন। Print অর্থ ছাপানো। আর Queue শব্দটির অর্থ হচ্ছে লাইন বা সিরিয়াল।
এক কথায়, এর বাংলা অর্থ হলো আপনার পাসপোর্টটি মুদ্রণ সাড়িতে রয়েছে। অর্থাৎ, প্রিন্টিং এর অপেক্ষায় রয়েছে।পাসপোর্ট প্রিন্ট হওয়ার পূর্বে আমাদের ডাটাগুলো সিরিয়াল বাই থাকে, তখনই মূলত Pending in Print Queue স্ট্যাটাস দেখানো হয়।
স্ট্যাটাস কতদিন থাকতে পারে?
পাসপোর্ট প্রিন্ট হতে কতদিন সময় লাগবে তা সঠিক বলা যাবে না। তবে, এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ থেকে ১৪ দিন সময় লাগতে পারে। যেমন, যেকোনো ছুটির কারণে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হতে পারে।
পাসপোর্ট প্রিন্টিং অফিসে চাপ কম থাকলে পাসপোর্ট প্রিন্ট হতে ৩-৪ দিন সময় লাগে এবং চাপ বেশি থাকলে পাসপোর্ট প্রিন্ট হতে ৭ দিনের মতো সময় লাগতে পারে। তবে এর বেশি সময় লাগে না।
কতদিন পর পাসপোর্ট পাবো?
এই স্ট্যাটাশ দেখানোর পর পাসপোর্ট হাতে পেতে খুব বেশিদিন সময় লাগে না। বলা যেতে পারে প্রায় ৭-১০ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।
পাসপোর্ট কোথায় প্রিন্ট হয়?
দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকেরই পাসপোর্ট রাজধানী ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত Passport Personalization Complex ভবনে প্রিন্ট হয়। এরপর এখান থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে ডাকযোগে প্রত্যেক আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়।
আশা করি আপনার উত্তরটি খুঁজে পেয়েছেন। আপনি অনলাইনে বা SMS এর মাধ্যমে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার পাসপোর্ট শীঘ্রই প্রিন্ট হবে এবং আপনার কাছে পৌঁছে যাবে।