Passport

ভূমিহীন সনদের নমুনা কেমন হবে?

ভূমিহীন সনদের নমুনা কেমন হবে

ভূমিহীন সনদ কি?

যাদের স্থায়ী ঠিকানা নেই তাদের ক্ষেত্রে অনেক সময় ভূমিহীন সনদপত্র লাগে। পাসপোর্ট করার সময় কিংবা চাকরীর ক্ষেত্রে ভূমিহীন সনদের প্রয়োজন হতে পারে। 

ভূমিহীন সনদ এখন অনলাইনে আবেদন করেও পাওয়া সম্ভব। সনদসেবা নাগরিকদের কাছে সহজ করার জন্য প্রত্যয়ন ওয়েবসাইট কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রত্যয়ন সম্পর্কে বিস্তারিত জানতে আজই ফ্রী রেজিষ্ট্রেশন করুন https://prottoyon.gov.bd/ ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে আবেদন করার সময় নিশ্চিত হয়ে দেখে নিবেন যে, এই সনদটি স্থায়ী ঠিকানার বা বর্তমান ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান অফিস প্রত্যয়ন সেবার মাধ্যমে সেবা প্রদান করছে কিনা।

ভূমিহীন সনদ

ভূমিহীন সনদের আবেদন

আপনি সরাসরি গিয়ে আপনার স্থায়ী ঠিকানার বা বর্তমান ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান অফিসে এই ভূমিহীন সনদের আবেদন করতে পারেন। নিচে, ভূমিহীন সনদপত্র নমুনা দেওয়া হলো। এভাবে আপনার ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান অফিসের প্যাডে লিখে দায়িত্বরত ব্যক্তির স্বাক্ষর করে নিবেন।

ভূমিহীন সনদের নমুনা

ভূমিহীন সনদপত্র নমুনা

ভূমিহীন সনদপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ আলামিন, জাতীয় পরিচয় পত্র নং: XXXXXXXXXX, পিতা: XXXXXXXXXX, মাতা: XXXXXXXXXX, গ্রাম: পাহাড়িয়াকান্দি, পোস্ট অফিস: পাহাড়িয়াকান্দি, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। তিনি অত্র ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের একজন অস্থায়ী বাসিন্দা ও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। 

আমি তাহাকে ব্যাক্তিগতভাবে চিনি ও জানি। আমার জানামতে তিনি একজন ভূমিহীন ও অসহায় ব্যাক্তি। সে সমাজ বিরোধী ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত নহে। আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি ও সফলতা কামনা করি।

 
 
_____________
সিলমোহর ও স্বাক্ষর 
 
 

অনলাইনে ভূমিহীন সনদের আবেদন

https://uniontax.gov.bd/application/Landless_certificate

ভূমিহীন সনদ কার থেকে নিতে হয়?

স্থানীয় মেম্বার অথবা চেয়ারম্যান, মানে আপনি যে এলাকার ভোটার সেখানের স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে নিতে হয়। দরকার হয় ভূমিহীন সনদের নমুনা অনুযায়ী তাদের প্যাডে একটি সনদ তৈরি করে নিবেন।

ভূমিহীন সার্টিফিকেট কি আবেদনের সাথে জমা দিতে হবে? নাকি পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশকে দেখালে হবে? আবেদন এর সাথে জমা দেয়া লাগে না। পুলিশ ঝামেলা করতে চাইলে তখন দিয়ে দিবেন ভূমিহীন সনদ দেখাবেন পুলিশকে।

ভূমিহীন সনদ দিয়ে কীভাবে পাসপোর্ট করবেন?

  • – আপনি একটা ভুমিহীন সনদ নিবেন চেয়ারম্যান এর কাছ থেকে। যেখানে আপনার বাবা / দাদা/ চাচারা ছিলেন সে এলাকা থেকে।
  • – বর্তমান ঠিকানায় একটা নাগরিক সনদ নিবেন ।
  • – বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল, ভাড়াটিয়া চুক্তিপত্র আর বাড়ীওয়ালার NID + স্বাক্ষর সহ একটা অ্যাপ্লিকেশন নিবেন যাতে লিখা থাকবে আপনার পাসপোর্ট এ উনার বাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যাবহার করতে উনার কোনো আপত্তি নাই।
  • – আর অন্যান্য যা ডকুমেন্টস আছে (সার্টিফিকেট, জব আইডি ইত্যাদি) সব নিয়ে যাবেন পুলিশ ভেরিফিকেশন এর সময়।

একটু এইদিক সেইদিক করবে পুলিশ হয়ত। আর একদম না মানলে নেগেটিভ দিলে পাসপোর্ট অফিসে গিয়ে আবার রি ওয়ার্ক এর আবেদন করে অন্য পুলিশ এর কাছে যাবে। বাট চিন্তা করবেন না, পাসপোর্ট পাবেন, একটু হয়তো কষ্ট আর টাকা খরচ করতে হবে। যা আমার খুবই অপছন্দ।

আপনার NID থাকলে আপনি দেশের বৈধ নাগরিক। পাসপোর্ট আপনার অধিকার। আর এটা কোথাও লিখা নাই যে বাড়ি না থাকলে পাসপোর্ট দিবে নাহ। ১৮ কোটি মানুষের সবার নিজের নামে বাড়ী থাকবে এমন কোনো কথা নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index